Shapla Chingrir Torkari
9:13 PMWater Lily stem and Shrimp curry
I have written about water lily or Shapla (Nymphaeaceae) in two other posts with two different recipes (Shaplar Bhyala and Shaplar ghanto) before. Today while writing this recipe I decided to include the write-up that I posted on my Facebook page a few days back. It for a change was in Bengali where I wanted to describe how monsoon is experienced in rural Bengal. For people who do not read Bengali I have included a small English write-up in the same line. Hope you will enjoy it.The recipe today is very simple but with a spectacular flavour that with every morsel will remind you of monsoon. Just a few pantry staples and a handful of shrimps that are easily available in this season. That is the merit of regional cooking, celebrating the seasonal flavours while retaining all it's goodness.
This is Shapla or water lily. Bangladesh's national flower. In Monsoon, when our green Bengal looks even greener and water bodies and lowlands are logged with water, they come in profusion, in all sorts of hues of pink, blue and white, making the state look like a fairyland.
আষাঢ়ে কাড়ান নামকে, শ্রাবণে কাড়ান ধানকে।
শালী ধানের সোনালী স্বপ্ন যে এই শ্রাবনেই শুরু, আর কে না জানে, ঘরের সমবচ্ছরের খাবারের যোগান এই শালী ধানের চাষেই। তাই পৃথিবী রসাতলে গেলেও চাষা ক্ষেতে যায়। বীজতলা থেকে সদ্য লাগানো চারা তখন মাঠে লকলক করে। যত্ন করে চাষা আল বাঁধে, নিড়ানি দেয় আর লম্বা বাঁশ দিয়ে গাছের আগা থেকে ঝরিয়ে দেয় জমা জল।
বিপত্তি যত ডুবে থাকা মাঠঘাট নিয়ে। তাই দা দিয়ে কলার গাছ কেটে বানাতে হয় ভ্যালা বা তাল গাছের ডিঙি। এই ভ্যালায় ভেসে একখান বাঁশের লগি ঠেলে সে দুপুরে মাঠ থেকে বাড়ি ফেরে। হাত বাড়িয়ে শাপলা ছিড়ে ছিঁড়ে জড়ো করে ডিঙ্গির ওপর। জলের তোড়ে ডিঙি দোলে এপাশ ওপাশ, খোকা ভয় পেয়ে বাবার কাছ ঘেঁসে এলে মাথায় হাত বুলিয়ে বলে, " ভয় কি বাবা আমি আছি তো"।
ওদিকে তখন চাষা বউ হাতে ছাঁকনি জাল নিয়ে বিলের জলে নাইতে যায়। বিল উপচে মাছ পালায় এপাশ ওপাশ। জলের চাপে হাঁসফাঁস করা মাছ, স্বাস নিতে ভেসে ওঠে ওপরে আর তখনি ছোট জাল, শাড়ির আঁচল বা কখনো শুধু হাতেই চাট্টি মাছ ধরে ফেলে বউ। ঘরে ফিরে তুলসি তলায় জল ঢেলে সে মাছ ছাড়ায়। সেই মাছ দিয়ে রান্না করে শাপলার ঘন্ট।
খোকা এসে মায়ের আঁচল ধরে টানে একটু কুড়মুড়ে বড়ার আশায়। চকিতে চোখে ভেসে ওঠে খোকার বাবার ভ্যালা ঠেলে উজান বাওয়া।মনে মনে মা বিপত্তারিনি কে স্মরণ করে খোকার মা, আর কাঠি গুঁজে গুঁজে তৈরি করে শাপলা ডাঁটার ছোট ছোট ভ্যালা। পিঠালি ডুবিয়ে ভাজে মচমচে করে। হাতে নিয়ে খোকার আনন্দ দ্যাখে কে, বাবার মত তারও একখান ছোট ভ্যালা।
গরম ভাত, ঘন্ট আর বড়ার গন্ধে ম ম করে চাষার নিকোনো উঠোন। ছেলের মুখে মাখা ভাতের গরাস তুলে দিতে দিতে চাষি বউ ঘরের মানুষের ফেরার পথ দ্যাখে আর মনে মনে আউড়ে চলে
লেবুর পাতায় করমচা
যা বৃষ্টি ধরে যা
Shapla Chingrir Torkari
Ingredients:
0 comments